মূল পাতা আন্তর্জাতিক পাঞ্জাবের বন্যাদুর্গত অঞ্চলে ৩০ ট্রাক ত্রাণ পাঠাল জমিয়তে উলামায়ে হিন্দ
শেখ আশরাফুল ইসলাম 24 September, 2025 12:49 PM
পাঞ্জাবের বন্যাদুর্গত জেলাগুলিতে ৩০ ট্রাক মানবিক সহায়তা পাঠিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। যার মূল্য পঞ্চাশ লক্ষ রুপি। ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণবাহি ট্রাকগুলো চলে গেছে।
জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এই ত্রাণ সুলতানপুর লোধি, কাপুর থালা, আঞ্জালা, গুরুদাসপুর, ফিরোজপুর, লুধিয়ানা সহ অন্যান্য এলাকায় পৌঁছাবে।
জমিয়তের সদস্য, পাঞ্জাব সরকারের মন্ত্রী ও দলটির অনেক নেতা-কর্মী এবং শিখ সম্প্রদায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন। শত শত পরিবারকে সাহায্য পাঠানোর এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য জমিয়তের এই প্রচাষ্টাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় শিখ সম্প্রদায়।
এই প্রসঙ্গে জমিয়ত জোর দিয়ে বলছে, ধর্ম ও জাতি নির্বিশেষে মানুষের সেবা করা তাদের কর্তব্য।
তারা বলেছে, সমগ্র বিশ্ব আল্লাহর পরিবারের মতো এবং সর্বোত্তম ব্যক্তি হলেন তিনি যিনি সকলের সেবা করেন।
মাওলানা মাদানী বলেন, আমরা এই সবই আল্লাহর সন্তুষ্টির জন্য করি - তাঁকে খুশি করার জন্য। আমরা আমাদের শিখ ভাইদের সাথে আছি যারা মানবতার সেবা করার জন্য সুপরিচিত এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাদের সাহায্য করেন যারা তাদের চারপাশের অন্যদের সাহায্য করে।
সূত্র : মুসলিম মিরর, এনডিটিভি